ভাটিয়ারী হাজী টি এ সি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্টিত

ভাটিয়ারী হাজী টি এ সি উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি শিক্ষার্থীদের পুর্নমিলনী আজ ৭-অক্টোবর ২০২২ ইং সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে অনুষ্টিত হয়।
এ সময় সাবেক শিক্ষার্থীরা বাশবাড়ীয়া সমুদ্র সৈকতে আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটেন। দুপুরের ভোজ শেষে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় মেতে উঠেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ মামুন, মোঃ নিজাম উদ্দিন, রবিউল হাসান (রাজু) , আবু নাছের (সোহেল) , আশরাফুল আলম (ফয়সাল) , মো. মোকাররম হোসেন (বিপ্লব), মোঃ মামুন উদ্দিন, মোঃ আলাউদ্দিন, শাহ নেওয়াজ (শিবলু ) , উত্তম কুমার শীল, মোঃ তারেক, খুরশেদ আলম (রাজু) , মোঃ রেজাউল করিম (রুবেল) , নুর উদ্দিন, মোঃ লোকমান, ইলিয়াস জুয়েল, মোঃ ইকবাল, মোঃআলাউদ্দিন হোসেন,ফারুক প্রমুখ।
মুক্ত আলোচনায় সাবেক শিক্ষার্থীরা বলেন, এ বিদ্যালয়ের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকায় আমরা গৌরবান্বিত।
বিদ্যালয় ছেড়ে আসার পর মনে করেছিলাম আমরা একা। কিন্তু আজ সব বন্ধুকে একসঙ্গে কাছে পেয়ে মনে হলো, আমরা একা নই। সহপাঠীদের কাছে পেয়ে আজ আমরা হারিয়ে গেছি পুরনো সে দিন গুলির মাঝে। আলোচনা শেষে সমুদ্রের সারি সারি ঝাউ বাগানের ছায়া সুনিবিড় শান্তিময় সবুজ পরিবেশে সবাই হৈচৈ ও নাচ গানে মেতে উঠেন। খোলামেলা পরিবেশে সবুজ ছায়া সুনিবিড় পরিবেশ সেদিন সেজেছিল নতুনের বার্তা নিয়ে। এ সময় কেউ বন্ধুরা ব্যস্ত হয়ে পড়েন তাদের নিজেদের বৈচিত্র্য সবার সামনে তুলে ধরতে। পাশাপাশি কিছু বন্ধু গান ও নাচ পরিবেশন করেন, আবার কেউ অভিনয়ে সবাইকে মুগ্ধ করেন। সেদিন বন্ধুরা পুরো দিন রঙিন করে স্মৃতির পাতায় আটকে রাখতে আয়োজনে কোন রকম কার্পণ্য করেনি।