ভালুকায় ইউপি সদস্যদের কার্যালয়ের তালা ভেঙে মালামাল সহ নগদ টাকা চুরি, থানায় অভিযোগ
সারুয়ার হাসান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ইউপি সদস্যদের কার্যালয়ের তালা ভেঙে মালামাল সহ নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য শামছুল হক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল হক উপজেলার সাতেঙ্গা চৌরাস্তায় ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৪০) এর কাছ থেকে ২০২১ সালের ডিসেম্বর মাসে পাঁচ বছরের চুক্তিতে ঘর ভাড়া নিয়ে ২নং ওয়ার্ডের মেম্বার কার্যালয় হিসাবে ব্যবহার করে আসছিলেন। ওই সময় ৫০ হাজার টাকা জামানত দিয়ে প্রতিমাসে ১ হাজার টাকা ভাড়া নির্ধারণ করে ১০০ টাকার ৩টি নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি করেন।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ অক্টোবর ২০২৪ (বৃহস্পতিবার) সকালে ঘরের মালিক দেলোয়ার হোসেন ও একই এলাকার মৃত হাসমত আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫) মিলে ঘরের তালা ভেঙে সোনালী ব্যাংকের একটি চেক বই, নগদ বিশ হাজার টাকা ও কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, সিলিং ফ্যান সহ আনুসাঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।
এ ঘটনায় সামছুল হক বাদী হয়ে দেলোয়ার হোসেন দুলাল (৪০) ও মোঃ নজরুল ইসলাম (৪৫) এর নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হুদা খান জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।