মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক দ্রুত হস্তান্তরের নির্দেশ

রিপোর্টারের নাম : / ৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অর্থের চেক দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসকের অনুমোদনের পর প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ দ্রুত হস্তান্তরের জন্য কমিশনারদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব খলিলুর রহমান।

মন্ত্রী বলেন, আর্থ-সামাজিক ও শিল্পোন্নয়নসহ দেশের বৃহৎ স্বার্থে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। মনে কষ্ট থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ তাদের জমি সরকারকে দিতে রাজি থাকেন। অনেকে শত বছরের পৈতৃক ভিটেবাড়ি, পূর্বপুরুষের সমাধি, কৃষিজমি পর্যন্ত হারান। এসব ক্ষেত্রে ক্ষতিপূরণের চেক পেতে বিলম্ব হলে ক্ষতিগ্রস্তরা একদিকে আর্থিক সংকট, অন্যদিকে মানসিক বিপর্যয়ের মুখোমুখি হন। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতরা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আবদুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, দেশের সব বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর