বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ভোলাহাটে গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১২০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

ভোলাহাটে পাবলিক ক্লাব আয়োজিত গোল্ড কাপ চূড়ান্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে চরধরমপুর পাবলিক ক্লাব মাঠে চূরান্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র,এ এইচ এম খাইরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলার চেয়ারম্যান রাব্বুল হোসেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,উম্মে তাবাসসুম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ, সেলিম রেজা, ভোলাহাট উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান, ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য,মোসাঃহোসনে আরা পাখি, ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান, পিয়ার জাহান, ডাইসিন গ্রুপের জিএম, আবুল কালাম আজাদ, এমডি নেক্সাস ইন্টারন্যাশনাল, মির্জা মাসুদ আহমেদ। খেলার সভাপতিত্ব করেন পাবলিক ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন রজব।
চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন, ফুটানিবাজার বনাম বিএসডি ঢাকা। মোট ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোল করতে সক্ষম হয়। পরে প্লান্টিতে বিএসডি ঢাকা জয় লাভ করেন। খেলা শেষে অতিথিগণ উভয় দলকে তাদের উপহার তুলে দেন।

উল্লেখ্য মোট ২৬টি ফুটবল দল এ খেলায় অংশগ্রহণ করে। এ খেলাটি প্রায় ৩০ হাজার দর্শক খেলা উপভোগ করেন। গোল্ড কাপ খেলায় বিদেশী খেলোয়াড়দের উপস্থিতিতে দর্শক অপলক দৃষ্টিতে খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর