বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান গাজীপুরে স্কুল শিক্ষককে মারধোরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মসজিদের নামাজ পড়াবস্থায় ভাইয়ের ছোড়ার আঘাতে আরেক ভাই মৃত্যুশয্যায়!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

লালমনিরহাটে মসজিদের নামাজ পড়াবস্থায় ছোট ভাইয়ের ধারালো ছোড়ার আঘাতে বড় ভাই মৃত্যুশয্যা হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এ ঘটনায় সদর থানায় ২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী বাসষ্ট্যান্ড এলাকার আল-আজিজিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় ছোট ভাই আবুল হোসেনের ধারালো ছোড়ার আঘাতে বড় ভাই আলহাজ্ব আঃ খালেক গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী বাসষ্ট্যান্ড এলাকার মৃত-হানিফ উদ্দিনের পুত্র আলহাজ্ব আঃ খালেকের সাথে তার আপন ছোট ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আলহাজ্ব আঃ খালেককে খুন জখম করার হুমকি প্রদান করা সহ ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন ছোট ভাই আবুল হোসেন। এরই ধারা-বাহিকতায় (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় সময় আলহাজ্ব আঃ খালেকের স্থানীয় মোস্তফী আল আজিজিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য সিজদায় যাওয়ার সুযোগে ছোট ভাই আবুল হোসেন ধারালো ছোড়া দিয়ে ঘারে কোপ মারে।

ওই সময় আঃ খালেকের ঘার ও পিঠে কেটে রক্তাক্ত জখম সৃষ্টি হয়। একপর্যায়ে নামাজ শেষ হইলে, সকল মুসল্লিগণ ক্ষিপ্ত হইয়া আবুল হোসেনকে আটক করার চেষ্টা করেন। কিন্তু আবুল হোসেনের হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে সকল মুসল্লিগণ ভয়ভীতি দেখাইয়া মসজিদ থেকে দৌড়ে নিজ বাড়িতে পালিয়ে যান।

পরে রক্তাক্তবস্থায় আলহাজ্ব আঃ খালেককে তার বাড়ির লোকজনসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাস-পাতালের ভর্তি করান। যার রেজিঃ নং-২২৩০০০/৪, তারিখ: ১৪/০৯/২০২২ইং। ওই সময় সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আঃ খালেককে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় আলহাজ্ব আঃ খালেকের স্ত্রী মোছাঃ পরিনা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আবুল হোসেন ও তার স্ত্রী মাসুদা বেগমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর