রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

রুবেল কোম্পানিগঞ্জ সংবাদদাতা, / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুন, ২০২২

আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় সারাদেশে মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডকে প্রথম পুরস্কার প্রদান করা হয়৷

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আজিজুল ইসলাম৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু৷ এতে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন৷

এই সময় সারাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে জনসচেতনতা মূলক কার্যক্রমে বিশেষ ভুমিকা রাখায় প্রথম স্থান অধিকারের পুরস্কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাত থেকে গ্রহণ করেন পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক বিএম শওকত আলী৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর