বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

মির্জাপুরে শুকুর আল কাদরী আল চিশতি পীর সাহেবের বাৎসরিক ওরস  অনুষ্ঠিত

ডি এম সামান উদ্দিন (কালিয়াকৈর) গাজীপুরঃ / ১৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

টাঙ্গাইলেরে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে বাঁশতৈল দিঘিবাড়ী শুকুর আলী আল কাদরী আল চিশতি পীর সাহেবের বাৎসরিক ওরস ও বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বংশীনগর দরবার শরিফে এই অনুষ্ঠান হয়। ডাঃ সোহরাব আলী সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেরব উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম , অনষ্ঠিানটি উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগ, সিকদার মোশারফ হোসেন প্রধান শিক্ষক গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়,আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক বাশতৈল ইউনিয়ন বিএনপি,ইউপি সদস্য আলী আহমদ, আবুল হোসেন,শামীম আল মামুন ও আবুল কাসেম মাষ্টার সহ আরো অনেকে।বাউল শিল্পী জালাল সরকার – দেওয়ান তারাব আলী সরকার গান পরিচালনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর