বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ! নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহবায়ক কমিটি ঘোষণ সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমী শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন!চার ডাকাত আটক উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন ভূরুঙ্গামারীর সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা ভাঙ্গুড়ায় সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম কে বিদায় সংবর্ধনা প্রদান সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখা ব্যবস্থাপক-গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ!

গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ! / ৩২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের সদর উপজেলায় হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখা। সেই শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা। সেখানে চাকুরীরত ব্যবস্থাপক শহিদুল ইসলাম বিগত সময়ে ছাত্র জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সভাপতি ছিলেন।

মহেন্দ্রনগর ইউনিয়নের রাসেল ইসলাম নামের একজন গ্রাহক বলেন, ব্যাংকে এসেছি লোন পরিশোধ করবো মর্মে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামের কাছে গিয়ে পরামর্শ চাইলে তিনি বসে রেখে কথা না বলে দীর্ঘ সময় মোবাইলে কথা বলতে থাকেন। প্রায় বিশ মিনিট পর আবার ওই গ্রাহক পরামর্শ নেওয়ার জন্য শাখা ব্যবস্থাপকে অনুরোধ করলে তিনি ওই গ্রাহকের উপর হঠাৎ চটে-রেগে গিয়ে বলেন, জানেন আমি জাতীয় পার্টির নেতা। ব্যাংকে আসার পরও রাজনৈতিক বিভিন্ন কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। পরে ওই গ্রাহকের গায়ে একটি জাতীয় পার্টির ভিজিটিং কার্ড ছুড়ে দেয় সেই শাখা ব্যবস্হাপক শহিদুল ইসলাম।

এ বিষয়ে অভিযোগকারী কৃষি ব্যাংকের গ্রাহক রাসেল ইসলাম আরো বলেন, আমি একজন সহজ সরল মানুষ এবং রাজশাহী কৃষি ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। ব্যাংকের ভিতরে আমাকে যেভাবে অপমান করা হয়েছে আমি তার সুষ্ঠু বিচার চাই এবং ব্যাংকের চাকুরী করতে এসে কি ভাবে রাজনৈতিক কাজ কর্ম করে তা আমার বোধগম্য নয়।

ওই ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী বলেন, ব্যাংকের শাখা ব্যবস্হাপক শহিদুল ইসলাম অন্য জনের নামে ব্যাংকে লোন উত্তোলন করে নিজে তা আত্নসাত করেছেন। বিষয়টি জানা জানি হলে তরিঘরি করে সেই গ্রাহককে নিয়ে এসে ফরমে সই নিয়ে মিটমাট করে নেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ গুলো মিথ্যা। তৃতীয় পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর