লালমনিরহাটে নারীদের সেলাই মেশিন বিতরন!
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
সোমবার(২০ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব সেলাই মেশিন বিতরন করা হয়।
জানা গেছে, মহিলা বিষয়ক অধিদফতরের অধিনে গ্রামীন বেকার নারীদেরকে বিনামুল্যে দর্জি প্রশিক্ষনের আয়োজন করে। এতে প্রশিক্ষনার্থী নারীদের যাতায়ত ভাতাও প্রদান করে সরকার। এসব প্রশিক্ষিত নারীদের অনেকেই সেলাই মেশিনের অভাবে প্রশিক্ষন নিয়েও বেকারত্ব ঘুচতে পারেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি) থেকে দুইটি প্রকল্প গ্রহন করে উপজেলা পরিষদ। সাড়ে তিন লাখ টাকা বরাদ্ধের এ দুই প্রকল্পে ৩৪জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
সোমবার(২০ জুন) আনুষ্ঠানিক ভাবে এসব প্রশিক্ষত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমুখ।