সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার কোনাবাড়ীতে বিভিন্ন দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতী সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না!

লালমনিরহাটে ভাইকে বাঁচাতে ছোট বোনের আকুতি!

রিপোর্টারের নাম : / ১০২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বড় ভাইকে বাঁচাতে ছোট বোনের আকুতি সকলের নজর কেড়েছে । তিনি সমাজের বিত্তবান, শিল্প

পতি, রাজনীতিবীদ,সমাজ সেবক সকলের কাছে তার ভাইকে বাঁচাতে এগিয়ে আসবার আকুল আবেদন
করেছেন ।

তিনি বলেন, আমি আশেফা খাতুন ইতি, লেভেল-২ সেমিস্টার -১, কৃষি অনুষদ, তাপসী রাবেয়া
হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এ অধ্যয়ন করি এবং আমার বড় ভাই মো: মোবাশ্বের
হোসেন ভেটেরিনারী অনুষদ সেশন-২০১৫-২০১৬ সার্জারী অবস্টেট্রিক্স বিভাগ (মাস্টার্স) বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

তিনি ৪৩ তম ও ৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছিলো। ৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষা
দেয়ার পর হঠাৎ করেই গত ২২ আগস্ট ২০২২ ইং তিনি ক্রোনিক কিডনী ডিজিজ (তার দুটো কিডনীই
বিকল) ধরা পরেছে। বর্তমানে তিনি ডায়ালাইসিস ও ঔষধের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনী জটিলতার পাশাপাশি বহুদিন হেপাটাইটিস বি ও সিতে ভুগেছিলো এখনো বি কন্ট্রোলে রাখতে হয়, শাসকষ্ট
লেগেই আছে। কিন্তু তার কিডনী প্রতিস্থাপন একান্তই জরুরী। কিডনী প্রতিস্থাপন যদি তাড়াতাড়ি না হয় এর প্রভাব লিভার এবং হার্টে পরবে বলে চিকিৎসক জানিয়েছেন।

কিডনী দাতা আমার বোন। বড় বোনের সাথে টিস্যু ম্যাচ হওয়ায় বড় বোন ডোনার হবার আগ্রহ প্রকাশ করেছেন । কিডনী প্রতিস্থাপনের জন্যে তার অন্তত ১৮-২০ লক্ষ টাকার প্রয়োজন। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে ১৫০০০ টাকা খরচ লাগে যা গত ১ বছর থেকে ব্যয় করে আসছে আমার বাবার মত একজন অল্প আয়ের মানুষ । এছাড়া যাতায়াতের ভুগান্তি তো আছেই। এ পর্যন্ত ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। চলতি আগস্টের ২৩ তারিখে ইন্ডিয়াতে কিডনি প্রতিস্থাপনের জন্য যাওয়া ভীষণ জরুরী । আমরা ৬ ভাই বোন, বাবা একজন কুরআন শিক্ষার শিক্ষক, (ইমাম), অল্প বেতনে ৮ জন মানুষের সংসার পরিচালনার পর বড় ভাইয়ের চিকিৎসার ব্যয় চালনায় বড় হিমশিম খাচ্ছে।

সমাজের অনেকের আন্তরিকতায় বেশ কিছু সহযোগিতা পেলেও আরো অনেক টাকার প্রযোজন। টাকা ম্যানেজ না হওয়ার কারণে ডোনার রেডি থাকা সত্তেও কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছেনা। ভাইয়ের অবস্থা দিন দিন অবনতির দিকে। যত তাড়াতাড়ি সম্ভব কিডনি ট্রান্সপ্লনাট করা জরুরী হয়ে পড়েছে. আমার ভাই আপনাদের মতই একজন মেধাবী ছাত্র। প্রতিটা পরিবারেই ছেলের দিকে চেয়ে থাকে পাশ করে বের হবে চাকুরী করবে। আমার ভাইয়ের প্রতিও আমাদের এমনটাই আশা ছিলো। আমার ভাইকে বাচাতে আপনারা যার যে সামর্থ অনুযায়ী সাহায্য করুন প্লিজ। আপনাদের সামান্য সাহায্য আমার
ভাইকে বাচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বিকাশ নং-০১৭৯৭৬৫৯৪৯৪,রকেট নং-০১৭৯৭৬৫৯৪৯৪৭ নগদ- ০১৭৯৭৪০০৬৯২ এবং সঞ্চয়ী হিসাব নং-৫২১১৮০১০১১৩১৩ সোনালি ব্যাংক, মহিষখোচা
শাখা, আদিতমারী-লালমনিরহাট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর