শার্শায় মাদক মামলা একজনের যাবজ্জীবন
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-যশোরে হেরোইনের মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ২৯ মে একটি মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর বিকেলে যশোরে শার্শা থানা পুলিশের একটি টিম নাভারণের সাতক্ষীরা মোড়ে অবস্থানকালে খবর পায় সাতক্ষীরা রোডের আনসার ক্যাম্প ক্যান্টিনের সামনে এক যুবক মাদক নিয়ে বাসের জন্য অপেক্ষায় রয়েছে। তাৎক্ষণিক পুলিশের টিম সেখানে অভিযান চালিয়ে শার্শার বুরুজবাগান গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহিমকে আটক করে। তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানার এসআই পলাশ কুমার রায় বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই বাবুল আক্তার আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।