বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবগঞ্জে পিকআপে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার-১

রিপোর্টারের নাম : / ৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

কবির হাসান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা একটি খালি পিকআপে আগুন দেয়ার ঘটনায়, রাজু আহমেদ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ পুলিশ। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী বিনপাড়া মহল্লার তরিকুল ইসলামের ছেলে।

এ নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পিকআপ মালিক চকদৌলতপুর জালমাছমারী মহল্লার আতাউর রহমানের ছেলে আবিকুল আহাদ বাদি হয়ে রাজু ও তার পিতা তরিকুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। এর আগে বুধবার রাত পৌণে ১টার দিকে পৌর এলাকার ইসরাইল মোড়ে এ ঘটনা ঘটে। রাতেই জালমাছমারী এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। এজাহারে বলা হয়, ডিম ব্যবসায়ী ও পিকআপ মালিক আবিকুল আহাদের কর্মচারী ছিলেন রাজু।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজু ওই পিকআপে ডিম সরবরাহ করতে যান। এক পর্যায়ে ডিম সরবরাহ করা বেশকিছু টাকা চুরি করে রাজু। পরে টাকা চুরির ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে বুধবার রাত পৌণে ১টার দিকে, পৌর এলাকার ইসরাইল মোড়ে আবিকুল আহাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা, ঢাকা মেট্রো (ন-১৯-৫২৯৩) নম্বরের নীল রঙের একটি খালি পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রাজু।

এ সময় স্থানীয় নৈশ প্রহরী হাবিবুর রহমান বিষয়টি টের পেয়ে পিকআপ মালিক আবিকুল আহাদকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এ ঘটনায় গাড়ির কাগজপত্র ভষ্মিভূত হয়ে ৯ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এ ঘটনায় পিকআপ মালিক আবিকুল আহাদের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে, রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর