শিয়ালকোল ইউনিয়নের জামুয়ায় স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা প্রশিক্ষণ উন্নয়ন সেশন অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে ” ২৫ জন স্বপ্নসারথি” দলের প্রথম মাসের সেশন (আমরা শক্তি আমরা বল পার্ট-১) জীবনদক্ষতা প্রশিক্ষণ উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৯ জুলাই) সকাল ৯ টার দিকে শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে উক্ত সেশন টি পরিচালনা করেন, অফিসার (সেলপ), মোঃ মাসুদ রানা।
উক্ত সেশনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানজার (সিএম) সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।