শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সলঙ্গায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও জায়গা দখল

নিজস্ব প্রতিবেদক : / ৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা সদরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে সংঘাতকে কাজে লাগিয়ে পুর্বশত্রুতার জের হিসেবে মতিয়ার ও তোতা শেখের নেতৃত্বে অবৈধভাবে সলঙ্গা বাজারের বাসিন্দা আলহাজ্ব মো: আলাউদ্দিন সরকারের ক্রয়কৃত জমির উপর থাকা বসতবাড়ি ভাংচুর,লুটপাট ও জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।

গত ৬ আগষ্ট মঙ্গলবার সলঙ্গা বাজারের কদমতলা এলাকায় অবস্থিত বসতবাড়ি ভাংচুর,লুটপাট ও জোরপুর্বক জায়গা দখল করে প্রতিপক্ষ মতিয়ার রহমান ও তোতা শেখ।

জানাগেছে,পুর্বশত্রুতার জেরে প্রতিবেশি মধ্যপাড়া ভরমোহনী সলঙ্গা বাজারের মৃত ওসমান গণির ছেলে মতিয়ার রহমান (৭০) তোতা (৬৫),হায়দার আলী (৬০), আলামিন (৫৫), আলামিনের স্ত্রী হাফিজা খাতুন (৪৫), ছেলে মাসুদ (৩৪),মেয়ে আতিয়া খাতুন (২০) আফিয়া খাতুন (১৮),মনির হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৪০),রবিউল (৩৮),তোতার স্ত্রী আসমা খাতুন (৫০) ছেলে সিয়াম (২২),সাঈম (১৮) মেয়ে জুথি খাতুন (৩৫), টুম্পা খাতুন (৩২),মতিয়ার রহমানের মেয়ে এলিনা খাতুন (৩৫), মৃত ওসমান গনির মেয়ে শিউলি খাতুন (৫০),মৃত ডা.নুরুল ইসলামের ছেলে তারেক (৫৫) সহ প্রায় ২০/২৫ জন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলহাজ্ব আলাউদ্দিনের সরকারের বাসা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও দোকানসহ জায়গা অবৈধভাবে দখল করে। এসময় বাসার গাছপালা,দেয়ালের ইট,ঘরের আসবাবপত্র,দরজা,জানালা,টিন লুট করে নিয়ে যায়। স্থানীয়রা বাধা দিলে তাদেরকে হুমকে দেয়।

এ ব্যাপারে আলহাজ্ব আলাউদ্দিন সরকার বৃহস্পতিবার (৮ আগষ্ট) বলেন, আমার ক্রয়কৃত ও খাজনা খারিজ করা ১০ শতক সমপত্ত্বি বিভিন্ন সময় তারা দখলের চেষ্টা চালায়। ইতি পুর্বে একাধিকবার বিবাদীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় অভিযো দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার তারা আবারো আমার জায়গা জোরপুর্বক অবৈধভাবে দখল করার চেষ্টা চালালে আমি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও সলঙ্গা থানার ওসি এনামুল হককে অবহিত করি। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। সেনাবাহিনী ভাংচুর ও জায়গা দখলে নিষেধ করে। সেনাবাহিনী চলে যাবার পর আবারো তারা ভাংচুর ও জায়গা দখল করে বসতবাড়ির বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমরা বাধা দিতে গেলে প্রায় ২০/২৫ জন দেশীয় অস্ত্রধারীরা মারপিট ও হত্যার হুমকি দেয়। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ প্রশাসন ব্যস্ত থাকার সুযোগ কাজে লাগিয়ে তারা আমার ক্রয়কৃত সমপত্তি দখল করে। আমি এই বর্বরোচিত বসতবাড়ি ভাংচুর, হামলা,লুটপাট ও জায়গা দখলের বিচার চাই।

এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর