বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার!

সিরাজগঞ্জে জটিল রোগ আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সিরাজগঞ্জে  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচীর চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে.  শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত।

তিনি তার বক্তব্যে বলেন,  মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা  সরকার স্বাস্থ্যসেবাতে উন্নতি করে আসছেন। এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। তাই দেশের গরীব, দুখী,অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার  জন্য এভাবে মানুষের পাশে থাকার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও উন্নয়নের  ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক   মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. কে. এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন  প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের  উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন,  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান ও মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,  সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানে সদর উপজেলার ও পৌরসভার আওতাধীন উপকার ভোগী ১০৮ জন রোগীকে  প্রতি জনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর