শিরোনামঃ
সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর ইছামতি নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র নিরবের মরদেহ ইছামতি নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা দক্ষিণ খেয়াঘাট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিরব (১১) একডালা দক্ষিণপাড়ার শ্রী নিমাই চন্দ্রের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম নিহত নিরবের বাবা নিমাই চন্দ্রের বরাত দিয়ে বলেন, ইছামতী নদীর খেয়াঘাটে পরিত্যক্ত একটি নৌকা নিয়ে খেলা করার সময় বাসের সাঁকোর সাথে নৌকাটির ধাক্কা লাগলে নিরব নৌকা থেকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজখুজি করে না পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে না পাওয়ায় আবার রাজশাহীর ডুবুরি দলকে খবর দিলে তারা এসে শুক্রবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে।
শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কাজিপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর