সিরাজগঞ্জে নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক কমিটি গঠন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহন করতে -সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে- দুইটি আঞ্চলিক ধানবান্ধি গ্রাম কমিটি গঠন করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে –
সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টিজ লিমিটেড এর প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিশেষ বক্তা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক – মোঃ শাহজাহান আলী শামীম।
এসময়ে সম্মানিত অতিথি হিসেবে সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সদস্য আজিজল হক মন্ডল, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আনিছুর রহমান, টি.এম. জিন্নাহ, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, মোঃ সফর আলী, মোঃ গোলজার হোসেন, সাগর চৌধুরী পল্টু, মোঃ আব্দুস সাত্তার, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আনোয়ারুল হক নূরী, মোঃ আব্দুস সামাদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।