সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩৭ হাজার লিটার তেল জব্দ,৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন,পামওয়েল তেল মজুদ করে উচ্চ মুল্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার তেল জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষী বানিজ্য ভান্ডার ও দুলাল চন্ড কুন্ডু স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি অভিযানের নেতৃত্ব দেন।
এসময় মজুদকৃত তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।