সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তমজন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন – এ শ্লোগানে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা সভা ও কেককর্তন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কলেজে অধ্যক্ষ প্রফেসর টি. এম সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ। সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের আহবায়ক মোঃ শরীফ -উস-সাঈদ, বক্তব্যে রাখেন, গণিত বিভাগের অধ্যাপক মোঃ জসীম উদ্দিন শেখ, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মাহবুব-বিন-জলিল, সহযোগী অধ্যাপক সঞ্চিতা চৌধুরী, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রাসেল বাবু খাজা সহ কলেজ ছাত্রলীগের শাখার সহ সভাপতি সজীব সেখ, বিজয় হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জীবন সেখ সহ অন্যান্য
নেতৃবৃন্দরা বক্তব্যে রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক সুবর্ণা লায়লা। বাদ জুম্মা কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।