সৈয়দ আকবর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আকবর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক প্রতিযোগিতায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ডিসপ্লে ও মশাল ভ্রমণের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা হয়। বিভিন্ন ইভেন্টে খেলায় প্রতিযোগি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই শিশু,কিশোর-কিশোরীরা সোনার বাংলা গড়তে এবং আগামী দিনের ষ্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে হবে বিশেষ করে ক্রীড়া ও সাহিত্য – সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই দেশ জাতি এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মোঃ সুরতজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক মজনু, সাবেক প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ খান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি এ. এম. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্যে রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলাধূলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। হাজারো মানুষের উপস্থিতিতে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।