হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালানো আসামি গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পুলিশের হ্যান্ডকাপ সহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।
সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এরপর ঘটানাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ।তবে এখনো গ্রেফতার হয়নি হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া ওই আসামী।
বেতাগীতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ
পালিয়ে যাওয়া সেই হাবিব বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটায় পালিয়ে যাওয়া ২৪ঘন্টার মধ্যে জলিশার হাট বাজার থেকে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হাবিব বিশ্বাস বর্তমানে বেতাগী থানা হেফাজতে আছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া আসামি হাবিব বিশ্বাস কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।