অবৈধ অনুপ্রবেশকালে সীমান্তে একজন আটক
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মনির হোসেন (২৮) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।
সোমবার বিকালে গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মনির হোসেন যশোর শার্শা উপজেলা গোগা ইউনিয়ান গ্রামের নুর হোসেনের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিনা পাসপোর্টে ভারতে কাজের উদ্দেশ্যে প্রবেশকালে কর্তব্যরত বিজিবি টহল সদস্যরা তাকে আটক করেন।
আটক মনির হোসেনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।