বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

অসহনীয় মামলা জটে বিচার বিভাগ ন্যুব্জ: প্রধান বিচারপতি

রিপোর্টারের নাম : / ৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ মে, ২০২৪

অসহনীয় মামলাজটে বিচার বিভাগ ন্যুব্জ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, বিপুলসংখ্যক মামলার বিপরীতে অপ্রতুল বিচারকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। এটি সমাধানে বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে লিগ্যাল এইড অফিস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ– বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং উচ্চ আদালতে স্মার্ট আইনি সেবার প্রসার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধান বিচারপতি।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি এ সভার আয়োজন করে। কমিটির চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক প্রমুখ।

প্রধান বিচারপতি বলেন, ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালনা বোর্ডের সভাপতি আইনমন্ত্রী। এখানে একজন সহকারী অ্যাটর্নি জেনারেল রাখা হয়েছে, তিনি তো প্রধান বিচারপতির প্রতিনিধিত্ব করেন না। পরিচালনা বোর্ডের বেশির ভাগই আমলা। এখানে প্রধান বিচারপতির কোনো ভূমিকা নেই।’

তিনি বলেন, ‘আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। এখন কারা হচ্ছেন, সরকারকে ভাবতে হবে। লিগ্যাল এইডকে আরও স্মার্ট করতে হলে আইনজীবীদের আগে স্মার্ট হতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর