অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন অনলাইন ফেসবুক গ্রুপ “প্রিয় সলঙ্গার গল্প”।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি পরিচালিত মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী কে.এম.আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে পরিচালনা করেন সভা এস.এম. ফারুক হায়দার।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন,আঃ গাফ্ফার,সংগঠনের চিফ এডমিন মোঃ শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ আব্দুল মান্নান, রুখসানা আক্তার বাবলী,লেকচারার নার্সিং কলেজ,গাজীপুর, এডমিন সাইদুল ইসলাম, এডমিন মোঃ হারুন অর রশিদ, মডারেটর তুষার তালুকদার,মডারেটর রাজু আহমেদ,সজীব আহমেদ জয়,মোঃ নাজমুল হুদা ও তোহা ইসলাম।
প্রতি বছরের ন্যায় এ বছরও ফেসবুক ও এডমিন ও মডারেটর প্যানেল থেকে টাকা সংগৃহিত করে সলঙ্গা থানার ১০০ জন হতদরিদ্র অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন।ঈদ সামগ্রী পেয়ে সুবিধা বঞ্চিত পরিবারের মুখে হাসি ফুটে ওঠে।