অসুস্থ খুশির পাশে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন
“মানুষ মানুষের জন্য ‘ জীবন জীবনের জন্য , একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ” পশ্চিম বঙ্গের ভুপেন হাজারীকার এই জিজ্ঞাসা আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। এই জিজ্ঞাসাকে উজ্জীবিত করতে মানুষ মানুষের জন্য আজীবন নিজেকে বিসর্জন দিবে এটাই হোক সবার কাম্য। তাইতো ফের দেখা মিললো দুস্থ অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাওয়া পাবনার বেড়া উপজেলার মোহনগঞ্জ বাজারে অবস্থিত
সেচ্ছাসেবী সংগঠন ” একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” উপজেলার হাটুরিয়া গুচ্ছ পাড়ায় অসহায় খুশির গলায় টনসিলের অপারেশন খরচ বহন করেছে উক্ত সংগঠন। খোঁজ নিয়ে জানা গেছে , খুশি এক অসহা পরিবারের মেয়ে। তিনবোন এক ভাইয়ের সংসারে ১৩ বছরের খুশি বড়। রিক্সা চালক বাবা ঠিক মতো খোঁজ খবর নেয় না। খুশি যখন টনসিলের ব্যথায় মুমূর্ষু অসহায় মা তখন দিশেহারা। মেয়ের অপারেশন জন্য ছুটে যায় “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের কাছে দেবদূতের মতন অপারেশনের সকল খরচ বহন করেন মানব সেবায় নিয়োজিত “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন “। উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রাশেদ হোসেন বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণের জন্য আমারা সবসময় কাজ করে যাওয়ার চেষ্টা করছি। যারা আমাদের আর্থিক সহযোগিতা করে ভালো কাজ করার সুযোগ করে দেয় তাদের জন্য দোয়া রইল দোয়া এবং শুভকামনা।