আউটসোর্সিংয়ে টিএলআর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ!
লালমনিরহাটে আউটসোর্সিংয়ে অস্হায়ী টিএলআর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দু- শতাধিক রেল কর্মচারি।
রোববার (০৩জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দু’শতাধিক অস্হায়ী চুক্তি ভিক্তিক টিএলআর শ্রমিক বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন।
জানা যায়, গত ৩০ জুন অস্হায়ী চুক্তিভিত্তিক টিএলআর
গেটম্যান, পিম্যান (পয়েচম্যান) স্টেশন মাষ্টার, আরআর কুক, আরআর বেয়ারা, এমএমএস (পিয়ন) রানিং রুম বেয়ারা, পোটার কর্মবিরতীর ঘোষণা দিয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে নতুন করে লোকবল নিয়োগ দেয়ায় বহু শ্রমিক বেকার হয়ে পড়েন। ওই সময় লালমনিরহাট বিভাগের অধীন অস্থায়ী রেলওয়ে কর্মচারীদের (টিএলআর)রা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টিএক্সআর, সিগন্যালিং, ইলেকট্রনিক্যাল ও ট্রান্সপোটেশনে কর্মরত দুই শতাধিক টিএলআর উপস্থিত ছিলেন।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের বক্তরা বলেন, আউটসোর্সিং প্রথা মানি না, মানবো না। রেলওয়ের প্রচলিত টিএলআর প্রথা চালু রাখো, রাখতে হবে। আউটসোর্সিং এর নামে রেলওয়েকে ধ্বংস করা চলবে না, চলবে না। এছাড়াও আগামীকাল সোমবার সকল টিএলআরদের কর্মবিরতি পালন করা ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশের কারণে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসসহ লালমনিরহাট-রংপুর-পার্বতীপুর, শান্তাহারগামী ট্রেন শিডিউল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে রেল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনাদের চাকরি না থাকলে রেলওয়ের অনেক ক্ষতি হবে। লালমনি এক্সপ্রেসসহ প্রতিদিন যে ট্রেনগুলো চলে, সেগুলোসহ কয়েকটি স্টেশনও বন্ধ হয়ে যাবে। আমরা বিষয়টি নিয়ে রেলের উপর মহলের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।
এবিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। তবে যেহেতু এটি সরকারি সিদ্ধান্ত, সেজন্য আলোচনা করা দরকার। আমরা তাদের চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।