আওয়ামী লীগের কাজিপুর দুর্গে একক প্রার্থী
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_712056650535125-700x390.jpeg)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ-১ আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয় (এমপি) আবারো আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে গত ১৮ নভেম্বর শনিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সমর্থনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে সহ-সভাপতি বিমল দাস বক্তব্য রাখেন। আসনের ১৭ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার সকল ওয়ার্ডে গঠিত আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতামত প্রদান করেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলী কাজিপুর উন্নয়নে কাজ শুরু করেন, পরবর্তীতে তাঁরই সুযোগ্য সন্তান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম আধুনিক কাজিপুরের রুপকার, তাঁর উত্তরসূরী প্রকৌশলী তানভীর শাকিল জয় (এমপি) কাজিপুরের উন্নয়নের হাল ধরে কাজিপুরকে নিয়ে যাবেন অনন্য যোগ্যতম স্থানে, সেই প্রত্যাশায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর পক্ষে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত সংশ্লিষ্ট কমিটির কাছে মতামত তুলে ধরেন। উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগ যতবার নির্বাচন করেছে নৌকা প্রতীক সব সময় বিপুল ভোটে জয়ী হয়ে আসছে, যে কারণে কাজিপুরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত রয়েছে।