আগামীকাল আমবাগ প্রিমিয়ার লীগের ফাইনাল মুখোমুখি হবে জে আর সুপার কিংস এবং অলস্টার ক্রিকেট টীম
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/Messenger_creation_94A137C5-BDEE-496D-93D5-E81A3685F60E-700x390.jpeg)
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে আমবাগ সমাজকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আমবাগ প্রিমিয়ার লীগ (সিজন-১) ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায়।
মহানগরীর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার।
উক্ত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে জে আর সুপার কিংস এবং অলস্টার ক্রিকেট টীম।
জে আর সুপার কিংস দলের মালিক জুলহাস উদ্দিন জানায় আমবাগের বুকে এমন কোন টুর্নামেন্ট কেউই আয়োজন করতে পারে নি,যা কিনা আমবাগ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সফলতার মুখ দেখছে।
এমন একটি টুর্নামেন্টে আমার দল ফাইনালে উর্ত্তীণ হয়েছে এতে আমি খুব খুশি ও আনন্দিত। ইনশাআল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করতে চাই। সকলের কাছে দোয়া ও সর্মথন কামনা করি।
অলস্টার ক্রিকেট টীমের মালিক বলেন, এমন একটি টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে,ইনশাআল্লাহ দর্শক ও সমর্থকদের আশা পূরণ করতে চ্যাম্পিয়ন হতে চাই।
আমবাগ সমাজকল্যাণ সংঘের সদস্য ও আমবাগ প্রিমিয়ার লীগের পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য সাদিম আহমেদ সুজন জানান,তরুণ সমাজকে মাঠমুখী করার জন্য এবং জুয়া ও নেশা থেকে বিরত রাখার জন্য এই আয়োজন। ১০ নং ও ১১ নং থেকে তরুণ প্রতিভাবান খেলোয়াড় তৈরী করার লক্ষ্যে আমাদের ক্লাব কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট প্রতিবছর অব্যাহত থাকবে।