আদালত সম্পর্কে বিচারপ্রার্থীদের মনে সংশয় যেন সৃষ্টি না হয়
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আদালত সম্পর্কে বিচারপ্রার্থীদের মনে দ্বিধা বা সংশয় সৃষ্টি করে, এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনজীবীদের খেয়াল রাখতে হবে। সোমবার সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি’ প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হাসান বলেন, ‘আমাদের প্রত্যেককেই প্রতিদিন নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। অন্যের সঙ্গে লেনদেন করতে হয়। নানা উপাদান ও পারিপার্শ্বিকতার সঙ্গে বোঝাপড়া করতে হয়। তাই আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে, এই বোঝাপড়ায় আমরা সৎ থাকতে পারছি কি না। নিজ স্বার্থ হাসিলের জন্য অন্যের অধিকার ও ব্যক্তিগত গণ্ডিতে অনুপ্রবেশ ঘটাচ্ছি কিনা।’
আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইজীবীদের ভূমিকা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয়। আদালত কর্মকর্তা হিসেবে আইনজীবীর কর্তব্য হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনের বিধি-বিধানের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে আদালতকে সহযোগিতা করা। খেয়াল রাখতে হবে, আদালতে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, যাতে বিচারপ্রার্থীর মনে আদালত সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়।’
প্রধান বিচারপতি মামলা জট নিরসন, দুর্নীতিমুক্ত বিচার বিভাগ গড়ে তোলা এবং বিচার বিভাগের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে আইনজীবীদের কাছে পরামর্শ ও সহযোগিতা চান। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।