আদিতমারী থানার অভিযানে ০৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_144489565348005-700x390.jpeg)
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন থেকে পলাতক আসামিকে আটক করেছেন থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এর নেতৃত্বে রফিকুল ইসলাম, এসআই মতিউর রহমান, এসআই সালেহুর রহমান আকন্দ, বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা হতে জিআর-২১৮/ ১৬ সংক্রান্তে মামলার ৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত ও জিআর-২১৮/১৬ এবং সিআর ২০২/২১ (আদিতঃ) সহ মোট ৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আঃ রশিদ কে আটক করে পুলিশ।
আটক আসামি আঃ রশিদ আদিতমারী উপজেলার মহিষতুলি গ্রামের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে। পরে উক্ত আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।