আদিতমারী থানার বিশেষ অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার!
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_1979656542420859-700x390.jpeg)
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছেন থানা পুলিশ।
বুধবার (২ আগষ্ট) লালমনিরহাটের আদিতমারী থানার
অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে এস আই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ আদিতমারী উপজেলার মহিষখোচা ইউ, পি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহিষখোচা স্কূল এ্যান্ড কলেজের মাঠের পূর্ব দক্ষিন কোনায় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৭৫ (পচাঁত্তর) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
পরে পরিত্যক্ত অবস্হায় উদ্ধারের বিষয়টি আদিতমারী থানার জি ডি নং-৫৪, মোতাবেক বিস্তারিত নোট রাখা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যাক্ত অবস্হায় ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়, ফেনসিডিলগুলো কার সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে।