সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

আফগানিস্তানে খাবার, ওষুধ, কম্বল পাঠাচ্ছে বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ১৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে দেখা দিয়েছে চিকিৎসা সংকটও। মোমেন বলেন, ‘উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে দিতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত। তাই আমরা এগুলো আফগান সরকারের কাছে দেব। তারা এটা সাদরে গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে।’

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে এক কোটি টাকা মূল্যের খাদ্য, ওষুধসহ অন্য সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ। বিমানবাহিনীর একটি বিশেষ যান সোমবার সকালে সহায়তা সামগ্রী নিয়ে দেশটির উদ্দেশে রওনা দেবে।

রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘সহায়তা সামগ্রীর মধ্যে এএফডি কয়েক হাজার ট্যাং দেবে, আকিজ গ্রুপ চার টন মিল্ক পাউডার, বিজিএমইএ ছয় হাজার কম্বল, প্রাণ গ্রুপ ২০ বক্স নুডলস ও বিস্কুট দেবে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণলায় উল্লেখযোগ্য পরিমাণ ওষুধ দেবে।’

মোমেন বলেন, ‘উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে দিতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত। তাই আমরা এগুলো আফগান সরকারের কাছে দেব। তারা এটা সাদরে গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে।’

আফগানিস্তান আমাদের বন্ধু দেশ ও মুসলিম দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। দেশেও দুর্যোগে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। ত্রাণের অভাব নেই। কোথাও বেশি দুর্গম এলাকা, বিশেষ করে যেখানে নৌকাও যেতে পারছে না সেখানেও আমরা পৌঁছাতে পেরেছি। এ ছাড়া ত্রাণ নিয়ে কোনো সংকট নেই এবং অসুবিধা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর