শিরোনামঃ
দুর্নীতির বিরুদ্ধে মমিনুর দম্পতির শোকজের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি! শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি সংগঠিত  বেতাগীতে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা সিরাজগঞ্জ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দেড় লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতকরণে বদ্ধপরিকর বাতিল হচ্ছে রিটার্ন অ্যাসেসমেন্ট প্রথা টিসিবির পণ্য আজ থেকে বিক্রি শুরু অর্থনীতির গেম চেঞ্জার মাতারবাড়ী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের মিছিল-সমাবেশ সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ড্রোনের মাধ্যমে মনিটরিং বদলে যাচ্ছে পাঠদানব্যবস্থা টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর শার্শায় মাদক মামলায় একজনের ৭ বছরের জেল প্রচার-প্রচারের শেষ দিনে সিরাজগঞ্জ সদরে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের ব্যাপক শোউন ও ভোট প্রার্থনা অবশেষে শার্শা-বেনাপোলে দেখা মিলল কাঙ্খিত বৃষ্টি অবশেষে ‘অবৈতনিক’ হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি সংকটেও উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল

রুবেল চৌধুরি দিনাজপুর সংবাদদাতা,

আমবাড়ীতে দাম বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্যসহ প্রসাধনী সামগ্রীর

কলমের বার্তা / ১৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

দিনাজপুরে পার্বতীপুরে আমবাড়ীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে সাবান, শ্যাম্পু, লোশন, টুথপেস্ট, ডিটারজেন্টসহ অন্য সব কসমেটিক্স পণ্যের দাম বেড়েছে। বর্তমান বাজার সংস্কৃতিতে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির মধ্যেই প্রসাধনী পণ্যের দাম বাড়ায় আরো বিপাকে পড়েছেন ক্রেতারা।

আমবাড়ী ব্যবসায়ী আজিজুল জানান, তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে লাগামহীনভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষসহ সর্বস্তরের মানুষের জীবন চালানো দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের আয় বৃদ্ধি না হলেও ব্যয় বেড়েছে কয়েকগুণ।

আমবাড়ী এলাকার বাজারগুলোতে এখন চাল, ডাল, আটা, তেল, চিনি থেকে শুরু করে সব ভোগ্য পণ্যের দামই চড়া। প্রতিনিয়ত সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারাচ্ছে। বেড়েছে শিক্ষা উপকরণের দামও। ক্রেতারা জানান, গায়ে মাখা ১০০ গ্রাম সাবানে বৃদ্ধি পেয়েছে ১০-১৫ টাকা। আগে যে সাবান ৩৫ টাকায় পাওয়া যেত সে সাবান এখন ৫২-৬০ টাকা বিক্রি করা হচ্ছে। বাজারে বেড়েছে কাপড় ধোয়ার গুড়ো সাবানের দাম। আগে ১ কেজি গুড়ো সাবান ৯৫ টাকায় পাওয়া যেত। এখন বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়। বেড়েছে কাঁচা সাবানের দামও প্রায় প্রতিটি বল সাবানে ৮ টাকা করে বেড়েছে। ২০০ গ্রামের সব ধরণের শ্যাম্পু ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২৫-২৩০ টাকা। টুথপেস্টের দামেও ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। এখানেও ৩০-৪০ টাকা বেড়েছে।

বিক্রেতারা বলেন, আগের দামে পণ্যের অর্ডার দেয়া যাচ্ছেনা। আগের চেয়ে ২০-২৫ টাকা বেশি দিয়ে নতুন পণ্য কিনতে হচ্ছে তাদেরকে। সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্য ও অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি টয়লেট্রিজ সামগ্রী ও ঘর পরিস্কার রাখার উপকরণের দামও বেড়েছে।

দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা সভাপতি মাসউদ রানা বলেন, এসব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা। তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা প্রয়োজন।

 

73


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর