আহত গার্মেন্ট কর্মী ঝর্ণার পাশে ভয়েস অব কাজিপুর
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_322405977193034-700x390.jpeg)
বেতন বৃদ্ধির দাবিতে গত ২৯ অক্টোবর গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালীন গাজীপুর জেলার কোনাবাড়ির এবিএম পোশাক কারখানার কর্মী ঝর্না খাতুন রাস্তায় পড়ে গিয়ে চোখে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছেন। সক্ষমতা না থাকায় সুচিকিৎসা নিতে পারছিলেন না তিনি। এদিকে অসুস্থতার জন্য পেশাগত অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এমতাবস্থায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের মানবিক সহায়তামূলক কার্যক্রমের আওতায় ঝর্ণার সুচিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে এসেছে। প্রাথমিক পর্যায়ে তার চিকিৎসার জন্য গত ১১ নভেম্বর ঝর্ণার সুচিকিৎসা বাবদ নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ভয়েস অব কাজিপুরের সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আমরা ঝর্ণাকে নিয়ে কোনাবাড়ী থানায় গিয়েছিলাম যেন কারখানার সাথে কথা বলে তার সুচিকিৎসা এবং ক্ষতিপুরনের ব্যবস্থা করে দেন। আমরা তার সুস্থতা কামনা করছি। উপস্থিত ছিলেন, ভয়েস অব কাজিপুরের উপদেষ্টা আব্দুর রউফ সরকার পরানসহ কর্মীরা।
উল্লেখ্য, আহত পোশাক শ্রমিক ঝর্ণা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের ছালাল গ্ৰামের বাসিন্দা, জীবন ও জীবিকার তাগিদে তিনি কোনাবাড়ির এবিএম পোশাক কারখানায় কর্মরত ছিলেন।