শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু আসিয়া হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা কোনাবাড়ীতে মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড নাটোরে বিএসটিআইয়ের অভিযানে সেমাই কারখানাকে জরিমানা ও মালামাল জব্দ যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত নাগেশ্বরীতে কমিউনিটি নেতা ও যুব ফোরামের সদস্যদের সাথে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ২ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে! জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন উল্লাপাড়ায় নারী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

ইজিবাইকের দাপটে যানজট, ভোগান্তি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

বরগুনার বেতাগী উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়কে যত্রতত্র ইজিবাইকস্ট্যান্ড ও মাঝপথে যাত্রী ওঠানো-নামানোয় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এতে ভোগান্তির শিকার হচ্ছে পথচারী, স্থানীয় বাসিন্দাসহ যানবাহনের যাত্রীরা। বিশেষ দিনগুলোতে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। এসব ইজিবাইক যাত্রীদের অপেক্ষায় বাজারের যেখানে-সেখানে দাঁড়াচ্ছে। আবার যাত্রী উঠিয়ে বেপরোয়া গতিতে চলছে। অদক্ষ চালক ও দ্রুতগতির কারণে প্রিতনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতি দ্রুত এসব বেপরোয়া ইজিবাইক নিয়ন্ত্রণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, ইজিবাইকগুলো যেন নির্ধারিত স্ট্যান্ড থেকে চলাচল করে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী পৌর শহরের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে রয়েছে একটি ইজিবাইকস্ট্যান্ড। সেখান থেকে বিবিচিনি, শ্রী ণগর, লক্ষীপুরা, জলিশা বাজার, বাসন্ডা, আমড়াগাছিয়া, ঝোপখালী, গোয়ালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় ইজিবাইক গুলো। বেতাগী বাষ্ট্যান্ডের দুই ইজিবাইক স্ট্যান্ড থেকে নিয়ামতি, ফুলতলা, পুটিয়াখালী, তালগাছিয়া, গড়িয়াবুনিয়া এবং মির্জাগঞ্জ, সুবীদখালী, পায়রাকুঞ্জের উদ্দেশ্যে ছেড়েযায়। পৌর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রয়েছে আরেকটি স্ট্যান্ড। এখান থেকে মোকামিয়া, বটতলা, কেওড়াবুনিয়া এলাকায় চলাচল করে ইজিবাইক। এ ছাড়া মাদ্রাসা রোডের দক্ষিণ প্রান্তেও একটি স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে বেইলি ব্রিজ, ফুলতলা, কদমতলা, আনোর জলিশা ও ছোপখালি বাজারে চলাচল করে ইজিবাইক গুলো।

স্থানীয় একাধিক বাসিন্দাদের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ ওই সড়ক তিনটিতে চালকেরা ইজিবাইক দাঁড় করিয়ে রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারী ও ব্যবসায়ীরা। এ ছাড়া প্রতি শনিবার ও বুধবার এ শহরে হাঁট বসে। সে সময় ইজিবাইক, অটোবাইক ও অটোরিকশার জটে পড়ে নাকাল হন হাটের ক্রেতা-বিক্রেতা। এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্ট্যান্ড তিনটি ওই স্থান থেকে সরিয়ে অন্যত্র সুবিধাজনক জায়গায় স্থানান্তরের দাবি তাঁদের।পাইলট স্কুল রোডের ব্যবসায়ী অরুন চন্দ্র জানান, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই ইজিবাইকস্ট্যান্ড গড়ে উঠেছে। সব সময় গাদাগাদি করে থাকে ইজিবাইকগুলো। এতে শিক্ষার্থীদের চলাচলে চরম সমস্যা হয়। দীর্ঘদিন ধরে এমন দুরবস্থা চললেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। শহরের মাঝখান থেকে ইজিবাইকস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের দাবি জানান তিনি।

উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী এলাকার ইজিবাইক চালক আব্দুস সত্তার বলেন, দীর্ঘদিন ধরে ইজিবাইক চালাই। শহরের ভেতরে ইজিবাইক চলাচলে চালকদেরও অসুবিধায় পড়তে হয়। এতে শুধু ব্যবসায়ী ও পথচারী নয়, ইজিবাইকচালকদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডর কাউন্সিলর আব্দুল মন্নান জানান, শহরের মধ্যে ইজিবাইকস্ট্যান্ড হওয়ায় ব্যবসায়ীসহ শহরে চলাচলকারীদের প্রতনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে। তিনি দ্রুত ইজিবাইকস্ট্যান্ডগুলো অন্যত্র স্থানান্তরের দাবি জানান।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শহরবাসীর অসুবিধা নিরসনে ইজিবাইক স্ট্যান্ডগুলো দ্রুত অন্যত্র স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর