সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

ঈদযাত্রায় ভোগান্তি রোধে তৎপর পাকশী হাইওয়ে থানা পুলিশ

ইয়াছিন আলী শেখ ঈশ্বরদী  (পাবনা) জেলা প্রতিনিধি : / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ জুলাই, ২০২২

ঈদ আসলেই সড়কে যাতায়াতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়ে যায়। তাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাকশী হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা বাড়িয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া – ঢাকা ও দাশুড়িয়া – পাবনা আঞ্চলিক মহাসড়কের মোট ৩৬ কিলোমিটার এলাকার দায়িত্বে রয়েছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার কয়েক হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্ত ঈদ এলেই সড়কে ব্যস্ততা বেড়ে যায়।

মহাসড়কে বাড়তি যানবাহনের চাপে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের নৈরাজ্যের আশঙ্কাও বেড়ে যায়। তাই সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক ঈদের সামনে পুলিশি তৎপরতা বাড়ায় পাকশী হাইওয়ে থানা পুলিশ।

এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সড়ক দুর্ঘটনারোধে গুরুত্ব সহকারে তদারকি করছে পুলিশ। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিবন্ধনবিহীন গাড়ি চালানো এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিয়মিত মামলা করা হচ্ছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যেকোনও ধরনের নৈরাজ্য বন্ধ এবং কুষ্টিয়া – বনপাড়া মহাসড়ককে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের পাশাপাশি পাকশী হাইওয়ে থানা পুলিশও নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে হাইকোর্ট ও সরকার এসব যান চলাচলকে নিষিদ্ধআরোপ ঘোষণা করেছেন। আমরাও এসব যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর