উপজেলা পরিষদ নির্বাচন যশোরর শার্শা উপজেলায় প্রতীক বরাদ্দ
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী ২১ মে যশোরের এক উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। শার্শা উপজেলায় প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২মে ২৪)সকালে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহিন এ প্রতীক বরাদ্দ দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ।
শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল মান্নান মিন্নু (মোটর সাইকেল,) সোহরাব হোসেন (দোয়াত কলম,) অহিদুজ্জামান (আনারস) ও ইব্রাহিম খলিল ( ঘোড়া) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার( তালা), তরিকুল ইসলাম( টিয়া পাখি,) শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌসকে (হাঁস), নাজমুন নাহার( ফুটবল) ও শামীমা খাতুন সালমা (কলস) প্রতীক পেয়েছেন।