উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পৌর এলাকার বাড়োইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ (৩১) বাড়োইয়া মহল্লার রোস্তম আলীর ছেলে। উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। একপর্যায়ে অসাবধানতাবশত গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।