উল্লাপাড়ায় সরিষা মাঠ ও মৌমাছি খামার পরিদর্শন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকের সরিষা ও মৌমাছি খামার পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আলীগ্রাম এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সরিষা ও মৌমাছি খামার পরিদর্শন করেন, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী, যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক,উপ সচিব সুজয় চৌধুরী,প্রকল্প পরিচালক মুহম্মদ আরশেদ আলী চৌধুরী,বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু সুত্রধর,উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমিসহ বিভিন্ন ইউনিয়নের কৃষি বিভাগের কর্মকতাগণ ছাড়াও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।