কওমী জুট মিলস্ হাইস্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগান এশ্লোগান নিয়ে নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নিতে কোমলমতি শিক্ষার্থীদের বিরত রাখতে পারেনি ঘন কুয়াশা। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও নতুন বইয়ের ছোঁয়া পেয়ে উচ্ছ্বসিত তারা। সিরাজগঞ্জ পৌরএলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কওমী জুট মিলস্ লিমিটেড হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি-২০২৩) বেলা১২ টার দিকে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের বই হাতে তুলে দেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে তোমরা (শিক্ষা্র্থীরা) আগামী দিনের ভবিষ্যতে তাই তোমারা নতুন বই নিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে বলে প্রত্যাশা করি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তোমাদের এই নতুন বই দিয়েছেন। তোমাদের সকল সুযোগ সুবিধা তিনিই দিচ্ছেন। বাল্যবিয়ে বন্ধ করতে রোধ করতে প্রশাসনে ফোন দিবে। রাতজেগে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক একরাম, অত্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ জহুরুল হক রাজা, কওমী জুট মিলস্ লিমিটেড সিরাজগঞ্জের প্রকল্প প্রধান মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপক( হিসাবও অর্থ) মিলন চন্দ্র বর্মন আলেয়া জুট মিলস্ লিমিটেড রায়পুর সিরাজগঞ্জের উপ-ব্যবস্থাপক
মোঃ আলাউদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর রোমানা রেশমা, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। কওমী জুট মিলস্ লিমিটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ কোরবান আলী বিন্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিথুন চৌধুরী।
এসময়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক সহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা সহ সুধীজন,গুণীজনেরা উপস্থিত ছিলেন।