মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:০২ অপরাহ্ন

কর্মচারীদের কোয়ার্টারে ফ্ল্যাট বরাদ্দ দেবে ডিএনসিসি

রিপোর্টারের নাম : / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের স্টাফ কোয়ার্টারে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপ-সচিব) ড. মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্টদের ফ্ল্যাট বরাদ্দ নিতে আবেদন জানাতে বলা হয়েছে।

ড. মোহাম্মদ মাহে আলম জানিয়েছেন, ডিএনসিসির আওতাধীন মিরপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী কোয়ার্টার নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কোয়ার্টারে তৃতীয় শ্রেণির কর্মচারীর জন্য ৩২টি ফ্ল্যাট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর জন্য ৩২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটসমূহ কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসা বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৩-এর ১৭নং অনুচ্ছেদ অনুসারে বাসা বরাদ্দ পাওয়ার জন্য নিয়মিত চাকরিকাল কমপক্ষে ২ বছর হতে হবে। নবনির্মিত ফ্ল্যাটসমূহ বরাদ্দ গ্রহণের জন্য আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন পত্র পূরণ করে সম্পত্তি বিভাগে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর