শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

কাজিপুরের বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

রিপোর্টারের নাম : / ৪১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: কাজিপুরের বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থীর পুষ্টিকর খাবার নিশ্চিত করতে নিজ উদ্যোগে বিনামূল্যে মিড ডে মিল (দুপুরের খাবার) আয়োজন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিত হাসান নয়ন।

মঙ্গলবার ৫ সেপ্টেম্বর মিড ডে মিল বিতরণ শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউএনও সুখময় সরকার। তিনি জানান, এলাকাটি নদী ভাঙ্গন কবলিত এবং বন্যা দুর্গত এবং নিম্ন আয়ের পরিবার মানুষের বসবাস বেশি, শিক্ষার্থীদের স্কুলমুখী রাখতে সভাপতির সাথে কথা বলে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, প্রতিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সকলে সচেষ্ট থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু করা সম্ভব, উপজেলা ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫ টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে সরকারি বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান নয়ন জানান, এলাকার অসহায় ও পিছিয়ে পড়া নিম্ন আয়ের পরিবারের ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার আলোয় রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগের অংশীদার হতে এই প্রচেষ্টা, বর্তমানে নিজ খরচে ১১০ জন শিক্ষার্থীর জন্য দুপুরের খাবার হিসেবে ডিম ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, ভবিষ্যতে মেনু বদলাতে পারে।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, স্লেট, হোয়াইট বোর্ড বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, এটিও আবু সাইদ, এস এম আবু যুবায়ের প্রমূখ। অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর