কাজিপুরে আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের শেষকৃত্য শনিবার (৫ এপ্রিল) সকালে সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার রাতে বগুড়াস্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। উপজেলার সোনামুখী গ্ৰামের বাসিন্দা উজ্জ্বল কুমার লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃতের ছোট ভাই স্কুল শিক্ষক চঞ্চল ভৌমিক জানান, তিনি প্রায় দুইমাস যাবৎ লিভার সিরোসিস রোগে ভূগছিলেন। শনিবার সকাল দশটায় সোনামুখী শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী, মা ও ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।