কাজিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
গোলাম কিবরিয়া খান,কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
৯ ডিসেম্বর(সোমবার) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিএা রাণী সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার প্রমূখ। এর আগে পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এছাড়াও নির্বাচিত জয়িতাদের ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।