কাজিপুরে কোটা আন্দোলন বিরোধী বিক্ষোভ মিছিল
গোলাম কিবরিয়া খান,কাজিপুর সিরাজগঞ্জ : কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্ত রঙে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে জনগণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখা।
গত ১৫ জুলাই সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ একাত্মতা ঘোষণা করেন। বিক্ষোভ মিছিলটি কাজিপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্কয়ারে শেষ হয়। এর আগে কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম শিবন চাকলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়াসহ মুক্তিযোদ্ধা সন্তানেরা।
বক্তব্যে মুক্তিযোদ্ধা কোটা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠনের দাবী জানান এবং কোটা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবী জানান, এছাড়া তারা বলেন, কোটার সিদ্ধান্ত আসবে কোর্ট থেকে, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, দেশের স্বার্থে ভিন্ন খাতে প্রবাহিত হওয়া কোটা আন্দোলন বন্ধ করতে হবে।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা শাহাজামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি সরওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ভুলু, সাংগঠনিক সম্পাদক সুমনসহ সংগঠনটির সদস্যবৃন্দ। চলমান কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি, ৩০ লক্ষ শহীদের রক্ত রঙে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে জনগণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখা।