কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখা।এবারের প্রতিপাদ্য” নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পরিবেশ ।
বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম। বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা সদস্য পরিমল কুমার তরফদার, সহসভাপতি এস এম নুরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, বনকর্মকর্তা কামরুজ্জামান, মুনলাইট কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মোঃ মোখলেছুর রহমান, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, কাজিপুর থানা অফিসার ইনচার্জ তদন্ত হাবিবুল্লাহ, কাজিপুর চাল কল মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির সদস্য, বনিক সমিতির সদস্য, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, হোটেল, রেস্তোরাঁর প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ফলের দোকানদার প্রতিনিধি, নৌকা ঘাট মালিক সমিতির সদস্য বৃন্দ, ক্যাব কাজিপুর উপজেলা শাখার, উপদেষ্টা সদস্য শাহানা পারভীন, প্রচার সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল, দপ্তর সম্পাদক শাহিন আলম, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নুরে মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোমিন রানা, সদস্য শাহীনুর আলম, আব্দুস সোবহান চান, লালন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন। এখন ও অনেক মানুষ তাদের ভোক্তা অধিকার সম্পর্কে জানেনা। সকল ব্যবসায়ী ও ভোক্তাদের প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান। জনসচেতনা বৃদ্ধি করার জন্য প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী সহ সবাইকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। বেশী করে বাজার মনিটর করা হবে উপজেলা প্রশাসন গুরুত্ব আরোপ করেন।