কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা
সমসাময়িক পরিস্থিতি ও মুক্তিযুদ্ধের চেতনায় করনীয় বিষয়ে আলোচনা সভা করেছে মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড।
বুধবার ১২ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) ও মুক্তিযোদ্ধা কমান্ড কাজিপুর শাখার প্রশাসক কাজী অনিক ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন।
মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তালুকদার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ। সঞ্চালনা করেন সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালাম।
বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির দেশ বিরোধী অপচেষ্টা রুখে দেয়ার প্রত্যয় জানান। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর শাখার সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ভুলু প্রমূখ।