কাজিপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: কাজিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং যুবাদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করে দলটির কাজিপুর উপজেলা শাখা।
গত ১১ নভেম্বর, ২০২৩ তারিখ সকালে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় (এমপি) বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালনকারী ও উজ্জীবিত আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি কাজ করতে হবে।
কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সভায় যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।