কাজিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের উল্লাপাড়া গ্ৰামের মৃত সেজাব উদ্দিন সরকারের পুত্র বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার ১৪ জূলাই রবিবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ঐদিন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় তাকে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ভারতে প্রশিক্ষণ গ্ৰহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টরে দেশের পক্ষে বিভিন্ন স্থানে সুসজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কোব্বাদ সরকার কর্মজীবনে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।