বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

কাজিপুরে রোজার আগেই গৃহহীনদের মাঝে ঈদের আমেজ

রিপোর্টারের নাম : / ১৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ মার্চ, ২০২৩

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে চতুর্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছে ১৭০ টি ভূমিহীন গৃহহীন পরিবার। অনাদরে অবহেলায় জীবনের অনেকটা সময় পার করা এসব ভূমিহীন, গৃহহীন পরিবারের সদস্যগণ স্বপ্নেও ভাবতে পারেননি তারা পাকা ঘরসহ জমি পাবেন। তাদের সেই স্বপ্ন আজ সত্যি হলো। আজ তারা অন্য সবার মতো জমিসহ পাকা ঘরের মালিক। এই নিয়ে কাজিপুরের মোট ৩৭২টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাকে আগামী ২২ মার্চ -২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করবেন।

২০ মার্চ সোমবার দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা।

কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়সূত্রে জানা গেছে , চতুর্থ পর্যায়ে উপজেলার সোনামুখী, লক্ষিপুর ও চরগিরিশে ১৭০ টি ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে চরাঞ্চলের চরগিরিশে ১৪০ টি ব্যারাক নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনেফারেন্সের মাধ্যমে একযোগে এই ঘরগুলোর উদ্বোধন করবেন। আর এর মাধ্যমে কাজিপুর উপজেলাকে গৃহহীন ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫ টি এবং তৃতীয় পর্যায়ে ১১২ টি ঘর নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলার সোনামুখী আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন তিন সন্তানের জননী রেনুকা খাতুন। তিনি জানান, স্বপেনও ভাবি নাই আমার জমি ও পাকা ঘর হইবো। ছোটবেলায় বাপে বিয়া দিছিলো। তিন মেয়ে রাইখা উনি(স্বামী) মারা গেছেন দশ বছর আগে। অন্যের বাড়ি ঝিয়ের কাজ হইরা ছলপলগোরে বড় হরছি। দুইজনকে বিয়া দিছি। এহনো আমি অন্যের বাড়িতে কাম করি আর সেহানেই থাকি। আইজ জমি ও ঘর দিলো আমাগোরে প্ররধানমন্ত্রী। আমি আইজ খুইব খুশি। আল্লাহ শেখের বেটিরে বাঁইচা রাখুক।
আশ্রয়ণের ঘর পেয়েছেন বাক প্রতিবন্ধী চন্দনা রানী। তার তিনকূলে কেউ নাই। দূর সম্পর্কের এক বোনের বাড়িতে থেকে অন্যের বাড়িতে কাজ করে পেট চলে তার। ঘর পাওয়ার বিষয়ে জানতে চাইলে আনন্দে তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ইশারায় তিনি সেই আনন্দ প্রকাশ করেন। হাতের ঈশারায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
উপজেলার লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্রে ঘর পাওয়া দিনমজুর সেলিম রেজা। জন্মের পর থেকে বেড়ে উঠেছেন অন্যের বাড়িতে। বুঝ হবার পরেই পেট চালানোর তাগিদে বাপে তাকে নিয়ে অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেছেন। অন্যের জমিতে ঝুপড়ি ঘর তুলে সেখানেই জীবনের ৬২ টি বছর পার করেছেন। আজ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে তিনি আনন্দে আত্মহারা। সেলিম রেজা জানান, মনে হইতাছে আইজকা আমার জীবনের ঈদ। এতো আনন্দ কখনও পাই নাই। জন্মের পর থেকে সবার দূরদূর ছাইছাই শুনে, লাঠিঝাটা খেয়ে বড় হইছি। আইজক্যা নিজের নামে জমি ও ঘর পাইলাম। এহন আর কেউ আমাকে তাড়াইয়া দিতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঋণ শোধ কইরবার পারমু না। শুধু প্রাণভরে দোয়া করমু।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার জানান, ১৭০ টি ঘরের মধ্যে আজ ১৫৪টি পরিবারকে বুঝে দেয়া হচ্ছে। কেউ বাদ পড়লে বাকি ঘরগুলোতে তুলে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পের জন্যে রাতদিন খুঁজে খুঁজে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করেছি। প্রকৃত সুবিধাভোগীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের দলিল উপহার দিতে পেরে ভালো লাগছে। এই কাজে অনেক চ্যালেঞ্জ ছিলো। জমি উদ্ধার, শ্রেণি পরিবর্তন, দলিল তৈরি, নথি সৃজন করার মতো কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করতে হয়েছে। এসব কাজের কষ্ট ভুলে গেছি যখন আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সদস্যদের মুখে হাসি দেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর